Jagroto Bangladesh

লক্ষ্য :

জাগ্রত বাংলাদেশ ( জেবিডি) এর লক্ষ্য হবে বাঙালি সাংস্কৃতিকে ধারন করে দেশাত্মবাদ মানবতাবাদ এর মহান  ধিক্ষা নিয়ে, উদারগনতন্ত্র চর্চার মাধ্যমে, মতপ্রকাশের সর্বোচ্চ সুযোগ তৈরি করা। এবং উন্নততর গবেষণা প্রাযুক্তিকর সর্বোচ্চ বিকাশের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বাংলাদেশের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ঘাটিয়ে বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় মানবিক বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা।

উদ্দেশ্য :

পার্টির উদ্দেশ্য হবে:

) আইন দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের সংবিধানকে সত্য বিশ্বাস আনুগত্য সহকারে মেনে চলা।

) দেশাত্মবাদ, মানবতাবাদ, বাঙালি সংস্কৃতি, উদারগনতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার, মানবিক মূল্যবোধের নীতিগুলো এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, ঐক্য অখণ্ডতাকে সমুন্নত রাখা। 

) নিরক্ষরতা, দারিদ্রতা অবিচার নির্মূল করা এবং সামাজিক সমতা নিশ্চিত করে একটা জাগ্রত বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

Scroll to Top