লক্ষ্য :
জাগ্রত বাংলাদেশ ( জেবিডি) এর লক্ষ্য হবে বাঙালি সাংস্কৃতিকে ধারন করে দেশাত্মবাদ ও মানবতাবাদ এর মহান ধিক্ষা নিয়ে, উদার–গনতন্ত্র চর্চার মাধ্যমে, মতপ্রকাশের সর্বোচ্চ সুযোগ তৈরি করা। এবং উন্নততর গবেষণা ও প্রাযুক্তিকর সর্বোচ্চ বিকাশের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বাংলাদেশের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ঘাটিয়ে বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় মানবিক বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা।
উদ্দেশ্য :
পার্টির উদ্দেশ্য হবে:
ক) আইন দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের সংবিধানকে সত্য বিশ্বাস ও আনুগত্য সহকারে মেনে চলা।
খ) দেশাত্মবাদ, মানবতাবাদ, বাঙালি সংস্কৃতি, উদার–গনতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার, মানবিক মূল্যবোধের নীতিগুলো এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে সমুন্নত রাখা।
গ) নিরক্ষরতা, দারিদ্রতা ও অবিচার নির্মূল করা এবং সামাজিক সমতা নিশ্চিত করে একটা জাগ্রত বাংলাদেশ প্রতিষ্ঠা করা।